স্টেডিয়ামে নয় ভুভুজেলার বিকল্প কাক্সিরোলা
, Ei Samay
সাও পাওলো: ভুভুজেলার বিকল্প হিসেবে যে কাক্সিরোলা নিয়ে স্বপ্ন দেখছিলেন ব্রাজিলের সমর্থক, সেটা ভেঙে গেল ফিফার নিয়মে৷ শুধু কাক্সিরোলা নয়, এমনকি বেশি পরিমাণে কাগজ নিয়েও ঢোকা যাবে না স্টেডিয়ামে৷ এ রকমই ২৪টি পদার্থের উপর নিষেধাজ্ঞা জারি হল ব্রাজিল বিশ্বকাপে স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে৷
২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় ভুভুজেলা নতুন একটা আমেজ তৈরি করেছিল৷ অনেকের কাছেই সারাক্ষণ ভুভুজেলার শব্দ ছিল কানে তালা লাগিয়ে দেওয়ার মতো৷ সারাক্ষণ ভোঁ ভোঁ শব্দে অতিষ্ঠ হয়ে যেতেন দর্শকরা৷ এমনকি হোটেলে বা বাড়িতে ফিরে যাওয়ার পরও কানে সেই শব্দটা লেগে থাকত৷ তা ছাড়া রেফারির সঙ্গে সহকারী রেফারিদের কথাবার্তায় অসুবিধা তৈরি করত প্রচণ্ড আওয়াজ৷ সে সব ভেবেই ফিফা এ বার শব্দবাদ্যের উপর নিষেধাজ্ঞা নিয়ে আসছে৷
পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কোনও রকম ড্রাম, বাঁশি, বিউগল নিয়ে ঢোকা যাবে না স্টেডিয়ামে৷ তাই ভক্তদের ভরসা এ বার নিজের গলাই৷ অনেকে মনে করছেন, এতে নতুন কিছু গান শোনার সম্ভাবনা বাড়ল৷
ব্রাজিলে কার্লিনহোস ব্রাউন তৈরি করে ফেলেছিলেন কাক্সিরোলা নামের একটি শব্দ যন্ত্র৷ উদ্দেশ্য ছিল, ভুভুজেলার মতো বিরক্তিকর শব্দ তৈরি না করলেও, ফুটবল স্টেডিয়ামে অন্য একটি মাত্র এনে দেবে কাক্সিরোলার শব্দ৷ সেলেকাও সমর্থকদের ধারণা ছিল, দক্ষিণ আফ্রিকার ভুভুজেলার মতো, কাক্সিরোলা ব্রাজিল বিশ্বকাপের একটি ট্রেডমার্কে পরিণত হবে৷ ফিফাই জল ঢেলে দিল সেই ভাবনায়৷
শব্দবাদ্য ছাড়াও নিষেধাজ্ঞা থাকছে আরও অনেক জিনিসেই৷ যার মধ্যে আছে লেজার থেকে বড় পোস্টার, বেশি পরিমাণ কাগজ থেকে ছাতা, ল্যাপটপ, ট্যাবলেট৷
২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় ভুভুজেলা নতুন একটা আমেজ তৈরি করেছিল৷ অনেকের কাছেই সারাক্ষণ ভুভুজেলার শব্দ ছিল কানে তালা লাগিয়ে দেওয়ার মতো৷ সারাক্ষণ ভোঁ ভোঁ শব্দে অতিষ্ঠ হয়ে যেতেন দর্শকরা৷ এমনকি হোটেলে বা বাড়িতে ফিরে যাওয়ার পরও কানে সেই শব্দটা লেগে থাকত৷ তা ছাড়া রেফারির সঙ্গে সহকারী রেফারিদের কথাবার্তায় অসুবিধা তৈরি করত প্রচণ্ড আওয়াজ৷ সে সব ভেবেই ফিফা এ বার শব্দবাদ্যের উপর নিষেধাজ্ঞা নিয়ে আসছে৷
পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কোনও রকম ড্রাম, বাঁশি, বিউগল নিয়ে ঢোকা যাবে না স্টেডিয়ামে৷ তাই ভক্তদের ভরসা এ বার নিজের গলাই৷ অনেকে মনে করছেন, এতে নতুন কিছু গান শোনার সম্ভাবনা বাড়ল৷
ব্রাজিলে কার্লিনহোস ব্রাউন তৈরি করে ফেলেছিলেন কাক্সিরোলা নামের একটি শব্দ যন্ত্র৷ উদ্দেশ্য ছিল, ভুভুজেলার মতো বিরক্তিকর শব্দ তৈরি না করলেও, ফুটবল স্টেডিয়ামে অন্য একটি মাত্র এনে দেবে কাক্সিরোলার শব্দ৷ সেলেকাও সমর্থকদের ধারণা ছিল, দক্ষিণ আফ্রিকার ভুভুজেলার মতো, কাক্সিরোলা ব্রাজিল বিশ্বকাপের একটি ট্রেডমার্কে পরিণত হবে৷ ফিফাই জল ঢেলে দিল সেই ভাবনায়৷
শব্দবাদ্য ছাড়াও নিষেধাজ্ঞা থাকছে আরও অনেক জিনিসেই৷ যার মধ্যে আছে লেজার থেকে বড় পোস্টার, বেশি পরিমাণ কাগজ থেকে ছাতা, ল্যাপটপ, ট্যাবলেট৷
No comments:
Post a Comment