Wednesday, 30 September 2015

যখন আমরা ছোট ছিলাম......

যখন আমরা ছোট ছিলাম ।
♡ হাঁত গুলো জামার মধ্যে ঢুকিয়ে
নিয়ে বলতাম,
আমার হাঁত নেই ।
♡একটা পেন ছিলো,
যার চার রকম কালি,
আর আমরা তার চারটে বোতাম
একসাথে টেপার চেস্টা করতাম ।
♡দরজার পিছনে লুকিয়ে থাকতাম,
কেউ এলে চমকে দেবো বলে,
সে আসতে দেরি করছে বলে,
অধৈর্য্য হয়ে বেরিয়ে আসতাম ।
♡ভাবতাম আমি যেখানে যাচ্ছি,
চাঁদ টাও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে ।
♡সুইচের দু দিকে আঁঙ্গুল চেঁপে অন - অফ
এর মাঝা - মাঝি ব্যালেন্স করার
চেষ্টা করতাম ।
♡দু ফোঁটা জল ফেলে রেস করাতাম,
কোন টা গড়িয়ে আগে নীচে পড়ে ।
♡ইচ্ছা করে ঘুমিয় পড়ার ভান করে
থাকতাম,
যাতে কেউ কোলে তুলে বিছানায়
তুলে দেয় ।
♡বৃষ্টি হলে ছাঁতা না নিয়ে কচু বা
কলা পাতা মাথায় দিয়ে বলতাম,
দ্যাখ জল গায়ে লাগছে না ।
♡তখন আমাদের শুধু একটা জিনিসের
খেয়াল রাখার দায়িত্ব ছিলো,
সেটা হলোঃ স্কুলব্যাগ ।
♡ফলের দানা খেয়ে ফেললে,
দুশ্চিন্তা করতাম,
পেঁটের মধ্যে এবার গাছ হবে ।
♡ঘরের মধ্যে ছুটে যেতাম,
তারপর কি দরকার ভুলে যেতাম ।
ঘর থেকে বেরিয়ে আসার পর,
মনে পড়তো মনে আছে ?
যখন আমরা ছোট ছিলাম,
তখন ধৈর্য্য সহ্য হতো না যে কবে বড়
হবো,
আর এখন মনে করি,
কেনো যে বড় হলাম ?
Childhood Was The Best Part Of Our Life.
আমি জানি তুমি এগুলো পড়ছো,
আর তোমার মুখে হাঁসি ফুটে উঠেছে,
ছোট বেলায় সব থেকে বেশী বার
জিজ্ঞাসিত প্রশ্ন টার উত্তর আমি
পেয়েছি অবশেষে,
তুমি বড়ো হয়ে কি হতে চাও ?
উত্তরঃ আবার ছোট হতে চাই । ।
♡ হাঁত গুলো জামার মধ্যে ঢুকিয়ে
নিয়ে বলতাম,
আমার হাঁত নেই ।
♡একটা পেন ছিলো,
যার চার রকম কালি,
আর আমরা তার চারটে বোতাম
একসাথে টেপার চেস্টা করতাম ।
♡দরজার পিছনে লুকিয়ে থাকতাম,
কেউ এলে চমকে দেবো বলে,
সে আসতে দেরি করছে বলে,
অধৈর্য্য হয়ে বেরিয়ে আসতাম ।
♡ভাবতাম আমি যেখানে যাচ্ছি,
চাঁদ টাও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে ।
♡সুইচের দু দিকে আঁঙ্গুল চেঁপে অন - অফ
এর মাঝা - মাঝি ব্যালেন্স করার
চেষ্টা করতাম ।
♡দু ফোঁটা জল ফেলে রেস করাতাম,
কোন টা গড়িয়ে আগে নীচে পড়ে ।
♡ইচ্ছা করে ঘুমিয় পড়ার ভান করে
থাকতাম,
যাতে কেউ কোলে তুলে বিছানায়
তুলে দেয় ।
♡বৃষ্টি হলে ছাঁতা না নিয়ে কচু বা
কলা পাতা মাথায় দিয়ে বলতাম,
দ্যাখ জল গায়ে লাগছে না ।
♡তখন আমাদের শুধু একটা জিনিসের
খেয়াল রাখার দায়িত্ব ছিলো,
সেটা হলোঃ স্কুলব্যাগ ।
♡ফলের দানা খেয়ে ফেললে,
দুশ্চিন্তা করতাম,
পেঁটের মধ্যে এবার গাছ হবে ।
♡ঘরের মধ্যে ছুটে যেতাম,
তারপর কি দরকার ভুলে যেতাম ।
ঘর থেকে বেরিয়ে আসার পর,
মনে পড়তো মনে আছে ?
যখন আমরা ছোট ছিলাম,
তখন ধৈর্য্য সহ্য হতো না যে কবে বড়
হবো,
আর এখন মনে করি,
কেনো যে বড় হলাম ?
Childhood Was The Best Part Of Our Life.
আমি জানি তুমি এগুলো পড়ছো,
আর তোমার মুখে হাঁসি ফুটে উঠেছে,
ছোট বেলায় সব থেকে বেশী বার
জিজ্ঞাসিত প্রশ্ন টার উত্তর আমি
পেয়েছি অবশেষে,
তুমি বড়ো হয়ে কি হতে চাও ?
উত্তরঃ আবার ছোট হতে চাই ।

No comments:

Post a Comment