সিঙ্গুরের পথে মোহনবাগান।
আইএসএলের ভরা বাজারে প্রায় ‘নিরুদ্দেশ’ হয়ে যাওয়া একটা টিমের কথা উঠলে অনেকেই হয়তো আঁতকে উঠতে পারেন! আর এর সঙ্গে যদি সিঙ্গুরের কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়, তা হলে তো কথাই নেই। চমকের উপর চমক।
না, সিঙ্গুরে মোহনবাগানের কোনও আবাসিক শিবির হবে না। কোনও রাজনৈতিক সফরও হবে না। হবে একটা প্রদর্শনী ম্যাচ। যেখানে খেলবেন আই লিগ চ্যাম্পিয়নরা। মোহনবাগান বনাম সিঙ্গুর ও তারকেশ্বর একাদশ।
বাংলাদেশের শেখ কামাল গোল্ড কাপ থেকে যখন রানার্স হয়ে ফিরছে ইস্টবেঙ্গল, পুণে এফসির মতো টিমের সঙ্গে যখন প্রস্তুতি ম্যাচ খেলছে বিশ্বজিৎ ভট্টাচার্যের দল, তখন এক অভূতপূর্ব উদ্যোগ নিলেন মোহনবাগান কর্তারা। এমনকী তারকেশ্বরে ইতিমধ্যে সেই ম্যাচের প্রচারে দেওয়ালে দেওয়ালে পোস্টারও লাগানো হয়ে গিয়েছে। সবুজ-মেরুন ক্লাব সচিব অঞ্জন মিত্র বললেন, ‘‘আমাদের একটা প্রীতি ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে সিঙ্গুর থেকে। ৬ ডিসেম্বর ম্যাচ হবে।’’
ম্যাচের তারিখ ঠিক হয়ে গেলেও, সবুজ-মেরুনে কবে থেকে প্র্যাকটিস শুরু হবে, তা নিয়ে ধোঁয়াশা তুঙ্গে। খোদ কোচ সঞ্জয় সেন দিশাহীন। শুধু বললেন, ‘‘আমাকে এখনও কিছু জানানো হয়নি। প্র্যাকটিস কবে শুরু হবে, তা নিয়েও কোনও আলোচনা হয়নি।’’ তা হলে কি বিনা অনুশীলনেই সিঙ্গুরে ম্যাচ খেলবে মোহনবাগান? ক্লাব সূত্রের খবর, কালীপুজোর পরে অনুশীলনে নামবে দল। তবে বেশি ভাগ ফুটবলার আইএসএলে ব্যস্ত থাকায় অবশিষ্ট ফুটবলারদের নিয়েই প্রথম এগারো তৈরি করতে হবে সঞ্জয়কে।


http://www.anandabazar.com/khela/%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%A6-%E0%A6%A6-%E0%A6%B6-%E0%A6%AC-%E0%A6%97-%E0%A6%A8-%E0%A6%AB-%E0%A6%B0%E0%A6%9B-%E0%A6%B8-%E0%A6%99-%E0%A6%97-%E0%A6%B0-1.232452#