২০ বছর পর বন্ধ দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের শো
মুম্বই : ১০০৯ সপ্তাহ পর মরাঠা মন্দির থিয়েটারের পর্দায় আর দেখা যাবে না রাজ-সিমরানের রোমান্স। একনাগাড়ে ১০০৯ সপ্তাহ ধরে চলার পর অবশেষে বন্ধ হল ১৯৯৫-এর শাহরুখ খান ও কাজল অভিনীত রোমান্টিক ছবি দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে। আজ সকাল ৯.১৫-তে মরাঠা মন্দির থিয়েটারে শেষবারের মতো দেখানো হল এই সিনেমা।
প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ছবির তিনটি শো-র সঙ্গে ডিডিএলজি চালাতে সমস্যায় পড়ছিল সিনেমা হলটি। গত ডিসেম্বরে ১০০০তম সপ্তাহ উদযাপনের সময় মাঠা মন্দির শোয়ের সময় সকাল সাড়ে এগারোটার পরিবর্তে সকাল সোয়া নটায় এগিয়ে আনার প্রস্তাব দিয়েছিল।সিনেমার প্রোডাকশন হাউস যশরাজ ফিল্মসকে। সেই মতো মাস দুয়েক শো চললেও শেষপর্যন্ত সকালে আরও একটি অতিরিক্ত শো চালাতে কর্মীদের নিয়েও সমস্যা দেখা দিয়েছিল। তাঁদের অতিরিক্ত সময় খাটতে হচ্ছিল। আর এজন্যই শেষপর্যন্ত ডিডিএলজি-র শো চিরতরে বন্ধ করা হল বলে থিয়েটারের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৯৯৫ থেকে প্রায় ২০ বছর একটানা শো-য়ের রেকর্ড গড়ে বন্ধ হল সিনেমার প্রদর্শনী।
No comments:
Post a Comment